Logo
Logo
×

সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতার দম্পতি

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৩:২২ পিএম

ইয়াবাসহ গ্রেফতার দম্পতি

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) ও তার স্ত্রী রত্না বেগম (২৬)।

পুলিশের দাবি, গ্রেফতার দম্পতি মাদক কারবারি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন খবরে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় নারীসহ দুজনের গতিবিধি সন্দেহ হলে তাদের গতিরোধ করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি বলেন, গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী ও স্ত্রী। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে তাদের আদালতে তোলা হয়।

কালীগঞ্জ ইয়াবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম