Logo
Logo
×

সারাদেশ

আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৫০ পিএম

আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫টায় কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে পথসভায় মিলিত হয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি কাউনিয়া-পীরগাছার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা সংগঠনের মো. মোস্তাইন বিল্লাহ এবং কাউনিয়া উপজেলা সংগঠনের মো. আসিকুর রহমান আসিক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরিক পার্টি কাউনিয়ার নেতা মো. সাইদুল ইসলাম, মোস্তফা কামাল ভুট্টু, মো. মোসলেম উদ্দিন, মো. আসাদুল্লাহ আল গালিব, মো. শিপন আহমেদ হিমু, মো. শাহিন বাদশা, মো. রবিউল ইসলাম, মো. জুয়েল রানা, মো. ইব্রাহিম, মো. নূর কাশেম, মো. শরিফুল ইসলাম, রাজু আহমেদ, শামিম, তৌফিক হাসান প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পথসভায় অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ —এ ধরনের স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়ের জন্য সংগ্রাম চলবে, যতদিন না দোষীদের বিচার নিশ্চিত হয়।

কাউনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম