পরিত্যক্ত ডাকবাংলোয় খেলতে গিয়ে শিশুর মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা সদরের লালমাই বাজার এলাকার পরিত্যক্ত একটি সরকারি ডাকবাংলোয় খেলতে গিয়ে লোহার গেটের নিচে চাপা পড়ে সাদিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
সাদিয়া কুমিল্লা সদরের লালমাই বাজার এলাকার বাসিন্দা আন্ত:জেলা ট্রাকচালক সাব্বির রহমান ও পারভীন আক্তার দম্পতির একমাত্র সন্তান।
শিশুটির বাবা সাব্বির রহমান জানান, গত ১৩ মে বিকালের দিকে জানতে পারি, আমাদের বাড়ির পাশে পরিত্যক্ত ডাকবাংলোতে খেলতে গিয়ে লোহার গেট পড়ে যায় আমার সাদিয়ার উপর। তখনই সে গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় এখানে ভর্তি করা হয়; কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমার সাদিয়া মারা যায়।
কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমি পেশায় ট্রাক ড্রাইভার। যত রাতেই ফিরি না কেন, ঘরে ঢুকে সাদিয়ার ‘বাবা’ ডাক না শুনলে শান্তি পেতাম না। সে ছিল আমার জীবনের একমাত্র স্বপ্নের সাধনা। আমি এখন কী নিয়ে বাঁচব, কে আমাকে ‘বাবা’ বলে ডাকবে?
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
