Logo
Logo
×

সারাদেশ

শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি, ভাঙচুর

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:০৯ পিএম

শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি, ভাঙচুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শ্রমিক দল সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটনের মালিকানাধীন হাসপাতালে ছাত্রদল নেতা রিয়াদ পণ্ডিত চাঁদা দাবি করেছেন। 

এ ঘটনায় রফিকুল ইসলাম লিটন রোববার রাতে মঠবাড়িয়া থানায় রিয়াদ পণ্ডিতসহ অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্ত রিয়াদ পণ্ডিত উপজেলার আন্ধারমানিক তুলাতলা গ্রামের জালাল পন্ডিতের ছেলে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম লিটন সোমবার (১৯ মে) দুপুরের সাংবাদিকদের জানান, পৌর শহরের পশু হাসপাতালের পেছনে দেড় যুগ ধরে ব্যবসা করে আসছি। গত শনিবার মুঠোফোনে রিয়াদ পণ্ডিত নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে; যা আমি লাউড স্পিকারে বেশ কয়েকজনকে শোনাই। 

রোববার বিকাল ৫টার দিকে রিয়াদ পণ্ডিতসহ অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী এসে আমার মালিকানাধীন আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ঢুকে ম্যানেজারের কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা নতুবা এককালীন ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

এ সময় আমার ম্যানেজার চাঁদা দিতে অস্বীকার করলে রিসিপশনের গ্লাস ভেঙে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি আমি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমীন নাজাত বলেন, হাসপাতাল মালিক লিটন এ বিষয়ে আমাকে অবহিত করেছেন। রিয়াদ পণ্ডিত আমাদের দলের কোনো পদ-পজিশনে নেই। তিনি প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

অভিযুক্ত রিয়াদ পণ্ডিত একবার বলেছেন, অন্য একজনের লেনদেনের ব্যাপারে লিটনের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। আবার বলেন, হাসপাতালে গিয়েছি। এরপর বলেন, যাইনি।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়া শ্রমিক দল ছাত্রদল চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম