Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৫২ পিএম

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ

ভাঙচুরের শিকার ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: যুগান্তর

গাজীপুর মহানগরীর গাছা থানার ছয়দানা ভূষিরমিল এলাকায় ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসা ছিনিয়ে নিতে আওয়ামী সন্ত্রাসীরা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার রাতে নগরীর ৩৪নম্বর ওয়ার্ডের ভূষিরমিল মেম্বার বাড়ি রোড এলাকায় দুদফা হামলা, ভাঙচুর ও লুটপাটের এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা শাহীন মিয়া বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, রাত সাড়ে ৮টার দিকে থানা আওয়ামী মটর শ্রমিক লীগ সভাপতি শিবলু খানের নেতৃত্বে আজাহার খান, ঝিনঝিরা রাকিব ও সোহরাব হোসেন বাবু নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ি ঘরে হামলা চালায়। 

ভুক্তভোগী শাহীন জানান, হামলার সিসি ক্যামেরা ফুটেজ পুলিশকে দিলেও মামলা নিতে গড়িমসি করছে গাছা থানা পুলিশ।

ভুক্তভোগীর ভাষ্য, আমার ডিস, রকেট ইন্টারনেট ও ময়লার ব্যবসা ছিনিয়ে নিতে মূলত আওয়ামী সন্ত্রাসী শিবলু খানের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠান ভাঙচুরের সময় ইন্টারনেটের মূল্যবান সরঞ্জামাদি, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার (এসি) লিয়াকত বলেন, আমাকে অভিযোগটি পাঠান; দেখছি কী করা যায়।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম