বিএনপি নেতা বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহ জেলার মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সুজানুর রহমান সুজাকে বহিষ্কারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভৈরবা বাজারে বিক্ষোভ মিছিল করেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
পরে বৃহস্পতিবার দুপুরে মহেশপুর পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদ্য বহিষ্কার হওয়া সভাপতি সুজানুর রহমান সুজা।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বুধবার মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক অনুমোদিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে সুজানুর রহমান সুজা বলেন, বিকাল ৫টার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে আমাকে কোনো ধরনের নোটিশ করা হয়নি। পরে আমি তৎক্ষাণিকভাবে জেলা বিএনপির সভাপতির কাছে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। এছাড়া আমি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। তারা নিজেরাই চাঁদাবাজি করছে। মহেশপুরের বিল-বাঁওড় দখল করে খাচ্ছে।
তিনি বলেন, মিথ্যা অভিযোগে বহিষ্কার করায় আমার মান ক্ষুণ্ন হয়েছে। আমি এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেব। একইসঙ্গে তাদের দুর্নীতির বিরুদ্ধে জেলা, বিভাগসহ কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত আবেদন করব।
