হাইমচরের ম্যাপের ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন ওই গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম
(৪) এবং মেয়ে ফয়জিয়া (২)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির উঠানে খেলছিল
ইব্রাহিম ও ফয়জিয়া। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাদের
দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে অচেতন
অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত
চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানা পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘নিহত দুই শিশুর পরিবারের
পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি
অপমৃত্যু মামলা করা হয়েছে।’
