মনোহরগঞ্জে ১৭ পশুর হাট অনুমোদন
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:২৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১৭টি স্থানে অস্থায়ীভাবে বসবে কুরবানির পশুর হাট। উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ এসব পশুর হাটের অনুমোদন দিয়েছে।
শনিবার বিকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজলা
পারভীন রুহি হাটের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
যেসব এলাকায় বসছে পশুর হাট
উপজেলার ১১ ইউনিয়নের আটটিতে অস্থায়ীভাবে পশুর হাটগুলো বসবে। উপজেলার
বাইশগাও ইউনিয়নে বাইশগাও বাজার, মান্দরগাও বাজার, শাকতলা বাজার, ঝলম উত্তর ইউনিয়নে
লালচাদপুর বাজার, বড়কেশতলা, ঝলম দক্ষিণ ইউনিয়নে পোমগাঁও বাজার, নরহরিপুর বাজার, মৈশাতুয়া
ইউনিয়নে আশিরপাড়, মৈশাতুয়া বাজার, খিলা ইউনিয়নে খিলা বাজার, কাশিপুর বাজার, বান্দুয়াইন
বাজার, উত্তর হাওলা ইউনিয়নে দিঘীরপাড় অস্থায়ী বাজার, নাথেরপেটুয়া ইউনিয়নে নাথেরপেটুয়া
স্টেশন বাজার, পুরাতন বাজার, ভোগই বাজার ও বিপুলাসার ইউনিয়নে বিপুলাসার বাজার মাঠ।
