Logo
Logo
×

সারাদেশ

জনগণের সঙ্গে প্রতারণা করে লুটপাট করছে আ.লীগ: সারজিস আলম

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:২৩ পিএম

জনগণের সঙ্গে প্রতারণা করে লুটপাট করছে আ.লীগ: সারজিস আলম

বক্তব্য রাখছেন সারজিস আলম, ছবি: যুগান্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা দেখেছি পুলিশ টাকা ছাড়া কাজ করে না।  গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মানুষের সঙ্গে প্রতারণা করে লুটপাট করা হয়েছে। 

সোমবার বিকালে নীলফামারীর ডিমলা শহিদ মিনার চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যাদের নেতৃত্বে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছে উল্লেখ করে সারজিস আলম বলেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সময় বিবেচনায় একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। যখন দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে তখন দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যদি এক থেকে দুটি শক্তিশালী রাজনৈতিক দল থাকে তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার একজন পরে আরেকজন ঘুরে ফিরে আসে। 

নির্বাচন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, আমরা মনোনয়নের কালচার দেখেছি, মার্কার কালচার দেখেছি। যখন ক্ষমতাসীন দলে একটি মার্কা পায় প্রশাসন তাকে জোর করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। 

নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে উল্লেখ করে সারজিস বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই তবে সেটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে। 

এ সময় বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা ও আসাদুল্লাহ আল গালিব, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম।

নীলফামারী সারজিস আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম