Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:২৮ পিএম

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অন্তর্গত সীমান্ত এলাকা দিয়ে দুই দিনে ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। শনিবার ও রোববার এসব মানুষকে পুশইন করা হয়।

বিজিবি-৫৮ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪২ জনের পুশইনের খবর নিশ্চিত করেছে।

তবে একটি সূত্রে জানা গেছে, এ সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। তবে এই ১৫ জনের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সরাসরি পুশইনের বিষয়ে উল্লেখ করা হয়নি।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন ৩৩ জনকে (৩ জন পুরুষ, ১৩ জন মহিলা ও ১৭ জন শিশু) ২৪ এপ্রিল বিকাল ৪টার দিকে ভারতের গুজরাট থেকে বিএসএফ আটক করে। রোববার আড়াইটার দিকে পিলার নং ৬২/২-এস এবং ৬২/৩-এস এর মধ্যবর্তী গেট বিএসএফ খুলে দেয় এবং বাংলাদেশে চলে যেতে বলে তাদের। বাংলাদেশে প্রবেশের পর বিজিবি তাদের আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

একইভাবে ভারতের হরিয়ানা থেকে আটক করা বাংলাদেশি ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশুকে আটক করে শনিবার রাতে জীবননগর সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

ঝিনাইদহ পুশইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম