Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে ভিজিএফের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:২৬ পিএম

জামালপুরে ভিজিএফের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ

জব্দকৃত ভিজিডির চাল। ছবি : যুগান্তর

জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের আজগর আলীর বসতবাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। তবে অ শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের আজগর আলীর বসতবাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান সাংবাদিকদের জানান, ভিজিডির চাল মজুদ করে রাখা হচ্ছে এমন খবরে শুক্রবার রাতে আজগর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৬০৩ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল কালো বাজারিরা পালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজগর আলীর ছেলে আনোয়ার হোসেন চাল ব্যবসায়ী।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘মজুতকারী ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম