Logo
Logo
×

সারাদেশ

স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি, অতঃপর...

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:৪২ পিএম

স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি, অতঃপর...

দেবীগঞ্জে আব্দুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যুর পর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ৭২ ঘণ্টা পর রোববার দাফন করা হয়েছে। প্রথম স্ত্রী ও সন্তানদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বজনরা দুইদিন ধরে ওই বৃদ্ধের লাশ দাফন করতে পারেনি। মৃত্যুর কারণ নিয়ে দুই স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।

ওসি সোহেল রানা জানান, শুক্রবার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আব্দুর রহমানের মৃত্যু হয়। কিন্তু প্রথম স্ত্রী রহিমা খাতুন স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়নি দাবি করে শনিবার চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

জানা গেছে, সম্প্রতি আব্দুর রহমানের মালিকাধীন জমি রেজিস্ট্রি করতে দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। শুক্রবার দ্বিতীয় স্ত্রীর ছেলে আবু নাসিম মোবাইলে প্রথম স্ত্রীর ছেলে বেলাল হোসেনকে আব্দুর রহমানের মৃত্যুর খবর জানান। পরে প্রথম স্ত্রী রহিমা খাতুন ও সন্তানরা আব্দুর রহমানের লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তার মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করে। তবে দ্বিতীয় স্ত্রীর দাবি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন ওই বৃদ্ধ। দুপক্ষের টানাটানিতে কেটে যায় ৭২ ঘণ্টা। পরে রোববার ইউএনওর সহায়তায় ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম