Logo
Logo
×

সারাদেশ

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে গিয়ে পুলিশের গাড়িও খাদে, আহত ৩

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:২০ পিএম

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে গিয়ে পুলিশের গাড়িও খাদে, আহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করতে গিয়ে অপর গাড়ির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে পড়ে পুলিশসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পুলিশ কনস্টেবল সাগর ইসলামকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়ার কাছে খাদে পড়ে যায়। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট নাদিম পুলিশের পিকআপ ও সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। হাইওয়ে পুলিশ তাদের পিকআপটিকে থামিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটা উদ্ধার কাজ শুরু করেন। এ সময় দ্রুতগতিতে পেছন থেকে আসা অপর একটা কাভার্ডভ্যান এসে পুলিশের পিকআপভ্যানসহ ধাক্কা দিলে দুটো গাড়ি খাদে পড়ে যায়। এ সময় পুলিশের গাড়িতে থাকা কনস্টেবল সাগর ইসলাম আটকে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়। দুপুরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ওসি মো. রুহুল আমিন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যানসহ অপর একটি কাভার্ডভ্যান ও আমাদের গাড়িসহ খাদে পড়ে যায়। এ সময় আমাদের গাড়ির চালক কনস্টেবল সাগর ইসলাম মারাত্মকভাবে আহত হয়েছেন। তার ডান হাত ও ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম