গুগল ম্যাপ দেখে পথ ভুলে ইরানি দম্পতি, ছিনতাইয়ের ঘটনায় মামলা
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জে ইরানি দম্পতিকে মারধর, বিদেশি মুদ্রা ও মোবাইল চুরির ঘটনায় তারাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে মামলাটি তারাগঞ্জ থানায় দায়ের করেন ওই থানার এসআই হাসিনুর রহমান। মামলায় ঘটনার সঙ্গে ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের মোবাইল ও বিদেশি মুদ্রাসহ পাসপোর্ট উদ্ধার করে সেনাবাহিনী।
সোমবার দুপুর ১২টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার রংপুরে বেড়াতে আসেন ইরানি নাগরিক সেলিম রেজা হুসাইনী (৬৪) ও তার স্ত্রী ইয়াজদানজু ইয়াসমিন (৫৭)। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে পথ ভুল করে ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে পিপাসার্ত হওয়ায় পানি খেতে চান। এ সময় বিদেশি নাগরিক হওয়ায় গ্রেফতারকৃত রাশিদুল ইসলাম (৪২), মনোয়ারা বেগম (৩৫), রাবেয়া বেগম (৪৫) ও মেরাজুল ইসলাম (৩৪) তাদের বাড়িতে ডেকে নেন।
তাদের ভাষা বুঝতে না পারায় ইরানি নাগরিক দম্পতি ইশারায় পানির কথা বোঝানোর চেষ্টা করেন। এ সময় আসামিরা দুজনের বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল কেড়ে নিয়ে মারধর করেন। ভয়ে তারা দুইজন সেখান থেকে গাড়িতে ওঠার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দৌড় দিলে বাড়ির মালিকসহ লোকজন চিৎকার করে লোকজন জড়ো করেন। এ সময় তারা ঘটনাটি উত্তেজিত লোকজনকে বোঝাতে ব্যর্থ হলে সেখানে ‘মব জাস্টিস’ তৈরি করে ওই বিদেশি নাগরিকের ওপর হামলা চালিয়ে ও ব্যাপক মারধর করে।
খবর পেয়ে রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনসহ তার টহল দল, সোমবার দুপুর বেলা জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর গ্রামে গিয়ে দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দুই ইরানি দম্পতির ছিনিয়ে নেওয়া মালামাল ও বিদেশি মুদ্রা উদ্ধার কর তাদের কাছে ফিরিয়ে দেন।
ওই সেনা কর্মকর্তা জানান, দুই ইরানি নাগরিক সেনাবাহিনীকে জানিয়েছেন- তারা শনিবার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। রংপুরে একটি হোটেল তারা রাত্রিযাপন করেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে গাড়ি নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশি টাকা থাকায় তারা খাওয়ার পানির জন্য এলাকাবাসীর কাছে সাহায্য চান কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর টহল দল। তাদের তারাগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার বিকালে তারাগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে রংপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষে মামলা দায়ের হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
