Logo
Logo
×

সারাদেশ

বিধবার জমি দখলের অভিযোগ

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:৫১ পিএম

বিধবার জমি দখলের অভিযোগ

ছবি : যুগান্তর

রংপুরের পীরগাছায় এক বিধবা নারীর জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই নারী।

ভুক্তভোগী নারীর নাম মরিয়ম বেগম (৬৩)। তিনি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর অনন্তরাম গ্রামের বাসিন্দা মরিয়ম পৈতৃক সূত্রে ৩৩ শতাংশ জমি পান। এর মধ্যে ২৮ শতাংশ জমি একই গ্রামের শহর উল্যার ছেলে বুলু মাস্টারের কাছে বিক্রি করেন তিনি। মরিয়মের থাকা অবশিষ্ট পাঁচ শতাংশ জমি বুলু মাস্টার দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। 

লিখিত অভিযোগে মরিয়ম বলেন, বুলু মাস্টারের কাছে তার পাঁচ শতাংশ জমি বুঝে দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি জমি বুঝে দেননি। বরং জমি বুঝে চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বুলু মাস্টারের ফোনে একাধিকবার কল করেও তিনি তা রিসিভ করেননি।

অভিযোগের ভিত্তিতে থানা এএসআই এরশাদ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সমাধানের জন্য বসা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম