Logo
Logo
×

সারাদেশ

শ্যালিকার কাঁচির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৭:০৬ পিএম

শ্যালিকার কাঁচির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে শ্যালিকার কাঁচির আঘাতে গুরুতর আহত দুলু মিয়া নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দুলুর স্ত্রী ও শ্যালিকা পালাতক রয়েছেন।

বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকা নেওয়ার পর মৃত্যু হয় তার। বুধবার সন্ধ্যায় উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানীয়া (সদরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাঁদনী বেগম ও স্ত্রী মনি বেগম একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে। দুলু ওই গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরেন দুলু মিয়া। এ সময় তিনি দেখতে পান তার স্ত্রী মনি মোবাইলে কথা বলছেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পাশে থাকা চাঁদনী কাপড় কাটার কাঁচি এনে তার দুলাভাইয়ের গলা ও ঘাড়ে আঘাত করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুলুকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় দুলুর।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ অপরাধীকে ধরতে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম