Logo
Logo
×

সারাদেশ

ইয়াবাসহ মাদক সম্রাট ‘মবু ডাকাত’ গ্রেফতার

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

ইয়াবাসহ মাদক সম্রাট ‘মবু ডাকাত’ গ্রেফতার

ছবি : যুগান্তর

নীলফামারীর কিশোরগঞ্জে ২৯ মামলার পলাতক আসামি মবু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রেববার রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি গ্রামের নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতারের সময় মাদক বিক্রি করছিলেন।

মবু ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মবুর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ১৯টি, নীলফামারী সদর থানায় একটি, জলঢাকা থানায় সাতটি ও ডিমলা থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া একটি জিআর সাজা ওয়ারেন্ট, ছয়টি জিআর ওয়ারেন্ট ও একটি সিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মবুকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদক সম্রাট ও কুখ্যাত ডাকাত। আদালতের মাধ্যমে তাকে মাদক মামলায় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম