Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৭

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:০৪ পিএম

ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৭

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

রোববার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে। পাগলা কুকুর নিয়ে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন, শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৭), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার (৩২), সাজেদুল ইসলাম সাজুর ছেলে মো. গোলাম নূর (৯), এনামুল হকের ছেলে সাইম (১৩), দ্বীন ইসলামের ছেলে নাঈম (১৮), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম (১৯) ও মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম (৪০)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিদলাই গ্রামের বিভিন্ন বয়সি সাতজনকে পাগলা কুকুরে কামড়িয়ে আহত করেছে। গত রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কুকুরটি এ তাণ্ডব চালায়। এতে করে এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। ওই পাগলা কুকুরটি পুরো এলাকা দৌড়ে বেড়াচ্ছে এবং যাকে সামনে পাচ্ছে তাকে কামড়ে পালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর ধারণা, কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, ‘কুকুরের কামড়ে আহত রোগীদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম