নিজ ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

প্রতীকী ছবি
নাটোরের বাগাতিপাড়ায় নিজ থেকে রাত্রি খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। রোববার রাতে উপজেলার পৌর এলাকার উত্তর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত রাত্রী খাতুন ওই এলাকার কামরুল ইসলাম কামালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়েন রাত্রি। রাত ১টার দিকে কামরুলের ঘুম ভাঙলে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। রাত্রিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।