Logo
Logo
×

সারাদেশ

ছেলের সুস্থতায় ছাগলের মাংস বিতরণ শেষে খালে মিলল মেয়ের লাশ

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:০৩ পিএম

ছেলের সুস্থতায় ছাগলের মাংস বিতরণ শেষে খালে মিলল মেয়ের লাশ

কক্সবাজারের পেকুয়ায় খালে পড়ে সারা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শিলখালী ইউপির মিয়াজান পাড়ায় এ ঘটনা ঘটে। ছেলের সুস্থতায় ছাগলের মাংস বিতরণ শেষে খালে মেয়ের লাশ পেলেন বাবা।

সারা মনি (২) ওই এলাকার সাহাব উদ্দিনের মেয়ে। সাহাব উদ্দিন শিলখালী ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য।

জানা গেছে, ওইদিন দুপুরে খেলার ফাঁকে কোনো এক সময় সারা মনি বাড়ির পাশে খালে পড়ে যায়। স্বজনরা খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের এক স্বজন জানান, সাহাব উদ্দিন মেম্বারের বড় ছেলে ফায়সাল প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কুরবানি ঈদের দিন রাতে বাড়িতে ফিরেন। তাকে দেখতে সাহাব উদ্দিন মেম্বারের স্বজনরা তার বাড়িতে আসেন। সকালে একটি ছাগল জবাই করে ছেলের জন্য ছদকাও দেন। মাংস বিতরণ শেষে একমাত্র মেয়ের ভাসমান মরদেহ পান খালে। এখন পরিবারে চলছে শোকের মাতম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম