Logo
Logo
×

সারাদেশ

সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:০৮ পিএম

সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত ওই পর্যটকের নাম মেহেদী হাসান ইমন (১৬)। সে সিলেট নগরীর লালা দীঘিরপার এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে।

সাদাপাথরের দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের ওসি অভিরঞ্জন দেব ও ফটোগ্রাফার আলমগীর নিলয় জানায়, সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ভ্রমণে এসেছিল মেহেদী হাসান ইমন। গ্রীষ্মের তপ্ত দুপুরে প্রশান্তির জন্য বন্ধুদের সঙ্গে সাদাপাথরের স্বচ্ছ নীল জলে গোসল করতে নামেন। হঠাৎ একপর্যায়ে পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে‌ প্রত্যক্ষদর্শীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান যুগান্তরকে জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম