বোরহানউদ্দিনে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:১৯ পিএম

‘এসো মিলে মিশে এক হই নতুন পুরাতনে’ স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৫।
সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অর্ধশত বছরের স্মৃতিচারণ করে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আ. হালিম নাগর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় স্যাটেলমেন্ট জোন অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, সহকারী কমিশনার মো. পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সফিউল্যাহ, লালমোহন কামিল মাদ্রাসার সহ-অধ্যাপক মো. ফিরোজ আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি তুহিন হাওলাদার, দৈনিক নয়া নিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, কলামিস্ট ও গবেষক আজাদ আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শুভাস দাস, পদ্মা মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর দে, বিদ্যালয়ের বর্তমান সভাপতি মিহির মিয়া, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মারুফ মিয়া প্রমুখ।
পরে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বিভিন্ন বেতার ও টেলিভিশনের শিল্পীরা।