Logo
Logo
×

সারাদেশ

ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হলো মৃত বন্যহাতির শাবককে

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:১৬ এএম

ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হলো মৃত বন্যহাতির শাবককে

ছবি : যুগান্তর

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়ের দাওধারা বনে উদ্ধার হওয়া মৃত বন্যহাতির শাবককে মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুর ১২টার দিকে শাবককে মাটিচাপা দেওয়া হয়।

বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় বন্য হাতির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে, ঠিক কি কারণে বন্যহাতির দল এমন আচরণ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। হাতিদের এমন আচরণের জেরে রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়রা একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। রোববার বিকালে তারা হাতির মৃত বাচ্চা খুঁজে পান। তখন আশপাশের বন্যহাতির একটি দলের উপস্থিতি থাকায় ওই মৃত বাচ্চাটিকে উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।

সোমবার দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা এসে মৃত হাতির বাচ্চাটি পরীক্ষা-নিরীক্ষা করে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেন।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ‘মৃত বাচ্চাটি এক-দুই দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয়েছিল। আইন অনুযায়ী, বন্যহাতির মৃত বাচ্চাটি ময়নাতদন্তের পর নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম