Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় পিষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:১৭ এএম

বাসচাপায় পিষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় রিকশাচালক নিহত রমজান সিংড়া পৌর শহরের পাটকোল মহল্লার মৃত খাদেম মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন রমজান। একপর্যায়ে রাস্তা পারাপার হচ্ছিলেন তিনি। এ সময় নাটোরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম