দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:৩২ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত থেকে ঠেলে পাঠানো এ ২০ জনকেই আটক করেছে বিজিবি।
সোমবার রাতে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত
দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
জানা গেছে, বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করা হয়।
বিজিবির এনায়েতপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। এর মধ্যে নারী ও পুরুষ দুজন করে
ও বাকি ৯ শিশু।
একই রাতে পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করে
বিএসএফ। বিজিবির চান্দুরিয়া বিওপির সদস্যরা তাদের আটক করে। এর মধ্যে নারী ও পুরুষ দুজন
করে ও বাকি তিনজন শিশু।
আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।