Logo
Logo
×

সারাদেশ

ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় সৎভাই গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩১ পিএম

ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় সৎভাই গ্রেফতার

প্রতীকী ছবি

রাজশাহীতে সৎভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া কামাল বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। তারা বলছে, নিহত ছাদেক আলী (৪৫) আসামি কামালের সৎ ভাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক নানা বিষয়ে ছাদেক আলী ও কামালের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়ন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তার স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।

গত ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর লাশ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে ছাদেককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে এবং লাশ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। হত্যার ২৭ দিন পর সোমবার রাতে কামালকে গ্রেফতার করা হয়।

আসামি কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম