Logo
Logo
×

সারাদেশ

জেল থেকে বেরিয়ে অস্ত্রসহ গ্রেফতার ‘সন্ত্রাসী’ সাজ্জাদ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

জেল থেকে বেরিয়ে অস্ত্রসহ গ্রেফতার ‘সন্ত্রাসী’ সাজ্জাদ

ছবি : যুগান্তর

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে থানায় সোপার্দ করা হলে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার হওয়া সাজ্জাদ সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি ও পাঁচটি সিজার জব্দ করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর একটি টহল টিম সাজ্জাদকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। জেল থেকে ছাড়া পেয়েই সে ফের অপরাধে জড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম