Logo
Logo
×

সারাদেশ

বিষপানে তরুণীর আত্মহত্যা, পলাতক স্বামী

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

বিষপানে তরুণীর আত্মহত্যা, পলাতক স্বামী

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বিষপানে কেয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক কলহের জেরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার গভীর রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। আর মঙ্গলবার ভোররাতে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ নারী মারা যান।

নিহত কেয়া বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা গ্রামের নূর আমিনের স্ত্রী। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর তুরাগ বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাতে বিষপান করে কেয়া। এরপর পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। আর মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরেই ওই নারী আত্মহত্যা করেছে। তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম