নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে: সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:০১ পিএম

ছবি : যুগান্তর
নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, ‘দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এ সংকট ও ষড়যন্ত্র নিরসনে জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই এ সংকট সমাধান করতে পারে।’
মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন।
পিন্টু বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। দেশের তৃণমূল
পর্যায়েও যে অস্থিরতা চলছে তা নিরসনের জন্য একটি শক্তিশালী, জনগণের প্রতিনিধিত্বশীল
সরকার অপরিহার্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের বর্তমান সমস্যাগুলোর সমাধান
সম্ভব। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র
হচ্ছে, তা মোকাবিলায় একটি নির্বাচিত সরকারই কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সরকার
নির্বাচনের জন্য একটি সময় ঘোষণা করেছে। তারা যেন দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ
করে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনকে সক্রিয় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের
আয়োজন করা হোক।’