টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের ঢল

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:৩০ পিএম
-684825794aaba.jpg)
ঝুলন্ত সেতুতে পর্যটকদের চিত্র। ছবি: যুগান্তর
এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। জেলা সদর ও কাপ্তাই লেকসহ পর্যটকদের পাড়ি জমেছে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র পর্যন্ত। ঈদের চতুর্থ দিনেও রাঙামাটির ঝুলন্ত সেতুসহ আশপাশে বিনোদন স্পট ও কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় জমে।
১৪ জুন পর্যন্ত আবাসিক হোটেল মোটেলে ৮০ শতাংশ কক্ষ বুকিং আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাঙামাটি পর্যটন মোটেলের ঝুলন্ত সেতু এবং পলওয়েল পার্ক বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রকৃতিপ্রেমী পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকদের পদচারণায় মুখরিত আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। কাপ্তাই লেকে নৌ-ভ্রমণ, সুবলং ঝরনা স্পট, চাংপাং, বরগাঙ, বার্গী লেকসহ পর্যটকরা ঘুরছেন বিভিন্ন স্পটে। এতে ব্যস্ত সময় কাটছে নৌকাচালক ও হোটেল-রিসোর্ট সংশ্লিষ্টদের।
আর এবার ঈদের ছুটি ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে পাহাড়ি এলাকার পর্যটন শিল্পে। পর্যটকদের পদচারণায় সাজেক পর্যটন কেন্দ্র উৎসবমুখর হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাঙামাটি শহরের আবাসিক হোটেল কসমস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন বলেন, এবার ঈদের ছুটি ঘিরে আমাদের হোটেলে শনিবার (১৪ জুন) পর্যন্ত পুরোপুরি বুকিং আছে।
শহরের আরেক আবাসিক হেটেল হিল অ্যাম্বেসেডরের মালিক রায়হান জানান, তাদের হোটেলে সামনে টানা কয়েক দিন ৮০ শতাংশ কক্ষ বুকিং আছে।
রাঙামাটি পর্যটন কর্পোরেশন ও হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঈদের পরদিন থেকে ঝুলন্ত সেতুতে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মোটেলে ১৩ জুন পর্যন্ত কক্ষ বুকিং আছে।
একই তথ্য পাওয়া গেছে সাজেক ভ্যালিতেও। সেখানে ভিড় জমেছে প্রচুরসংখ্যক পর্যটকের। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, সাজেকের ৯৮টি রিসোর্ট-কটেজের সবগুলোতেই ১৩ জুন পর্যন্ত শতভাগ আগাম বুকিং আছে।
এদিকে কাপ্তাই উপজেলার শিলছড়ি নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউসসহ সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতেও প্রচুর পর্যটকের উপস্থিতির খবর পাওয়া গেছে।
নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউসের পরিচালক মো. আফসার উদ্দিন বলেন, ঈদের টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। ১৭টি কটেজ ঈদের দিন থেকে ১৪ জুন পর্যন্ত পুরোপুরি বুকিং আছে।
কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইসেও বহুসংখ্যক পর্যটকের সমাগম হয়েছে বলে খবর পাওয়া গেছে। বোটচালক মো. জাহাঙ্গীর জানান, সেখানে গত কয়েক দিন ধরে প্রচুর পর্যটকের ভিড় লেগে আছে।
এছাড়া কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই রিভার ভিউ পার্ক, সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর ও লেকভিউ আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করছেন।