
ছবি: যুগান্তর
রাজশাহীর বাঘায় চার মামলায় ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো- উপজেলার বাগসায়েস্তা গ্রামের আব্দুল করিমের স্ত্রী আজমীরা বেগম (৪৮), আরিফপুর গ্রামের দুখু মণ্ডলের ছেলে কামাল হোসেন, আলাইপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬) এবং সাহাপুর (মাস্টারপাড়া) গ্রামের সাজেদার রহমানের ছেলে জাকির হোসেন (৩০)।
বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।