Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষক সেজে কাজ করার সময় ধানখেত থেকে শিবলু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।

সোমবার বিকালে তাকে উপজেলার গড়মহাস্থান গ্রাম থেকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, শিবলু মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতি এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। টাকা আত্মসাতের অভিযোগে গত ২০১৯ সালে তার বিরুদ্ধে কালিহাতি থানায় এনআই অ্যাক্টে (অর্থ সংক্রান্ত) মামলা হয়। 

এ ব্যাপারে টাঙ্গাইলের একটি আদালত গত ২০২৪ সালে তার অনুপস্থিতিতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে শিবলু মিয়া গ্রেফতার ও সাজা এড়াতে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। 

এ ব্যাপারে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ গ্রেফতারি পরোয়ানা শিবগঞ্জ থানায় আসে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। শিবলু মিয়া পবিত্র ঈদুল আজহার আগে গোপনে গড়মহাস্থান গ্রামের বাড়িতে আসেন। 

এসআই ব্রজেন চন্দ্র মাহাতো আরও জানান, সোমবার বিকালে খবর পাওয়া যায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি শিবলু মিয়া গড়মহাস্থান গ্রামে নিজের ধানখেতে কাজ করছেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সাজা ও জরিমানার কথা স্বীকার করেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এখান থেকে তাকে টাঙ্গাইলের আদালত হয়ে জেলে নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম