বান্দরবানে ভ্রমণপিপাসুদের ঢল, রুম ফাঁকা নেই হোটেল-রিসোর্টে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:১৬ পিএম

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বান্দরবানে লম্বা ছুটিতে ঢল নেমেছে ভ্রমণপিপাসুদের। ঈদের ছুটির প্রথম কয়েকদিন তেমন পর্যটক না থাকলেও ঈদের চতুর্থ দিনে জেলায় হোটেল-মোটেল, রিসোর্ট গেস্টহাউজগুলোর কোথাও কোনো রুম ফাঁকা ছিল না।
মঙ্গলবার শহরের ধনেশপাখি মোড়ে জিপগাড়ি স্টেশনে ট্যুরিস্টদের চার শতাধিকের অধিক চাঁদের গাড়ির একটিও বসে ছিল না, সবগুলোই পর্যটকদের নিয়ে পছন্দনীয় স্পটগুলোতে ছুটে বেড়িয়েছে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, প্রান্তিকলেক, শৈলপ্রপাত, রুপালি ঝরনা, বুদ্ধমূর্তি ট্যাম্পল, বাংলার দার্জিলিংখ্যাত চিম্বুক পাহাড় এবং নীলগিরি সড়কের ডাবল হেন্ডস ভিউ, টাইটানিক ভিউ পয়েন্টসহ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় ছিল। কোথাও যেন স্বস্তিতে সেলফি তোলারও ঠাঁই নেই।
নীলাচলে বেড়াতে আসা পর্যটক মুক্তার আলী রাহন ও রায়হা বলেন, পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য বান্দরবান ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো জায়গা নেই। পাহাড় দেখতে হলে এখানেই বারবার ফিরে আসতে হবে। তাই ছুটির দিনগুলোতে সময় পেলেই বান্দরবান ঘুরতে আসি, ভালোই লাগে পাহাড়ের এ সমুদ্র দেখে কখনোই মন খারাপ হয় না। এ যেন সৃষ্টিকর্তার অলৌকিক দান।
মেঘলা পর্যটনে বেড়াতে আসা পর্যটক সানজিদা ও শায়েলা বলেন, অদ্ভুত সুন্দর এখানের পাহাড়গুলো। পর্যটন স্পটগুলো প্রকৃতি আর শৈল্পিক ছোঁয়ায় সাজানো গোছানো। স্পটগুলো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। তবে পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় নারীরা ভোগান্তির মুখোমুখি হচ্ছে।
ট্যুরিস্ট গাড়ি শ্রমিক নেতা কামাল আহমেদ বলেন, দীর্ঘদিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ঈদের লম্বা ছুটিতে সবগুলো ট্যুরিস্ট গাড়িই ভাড়া হয়েছে। স্টেশনে কোনো গাড়িই বসা ছিল না পর্যটকের অপেক্ষায়। উলটো গাড়ির জন্য অপেক্ষায় থাকতে হয়েছে পর্যটকদের। চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে পরিবহণ দায়িত্বশীলদেরও।
জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে প্রথম কয়েকদিন তেমন পর্যটক ছিল না। তবে মঙ্গলবার থেকে সবগুলো হোটেল মোটেল রিসোর্টে রুম বুকিং রয়েছে। কোথাও রুম ফাঁকা নেই৷ ঈদের ছুটির সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশানুরূপ পর্যটকের সাড়া মিলেছে বান্দরবানে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিষেধাজ্ঞা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে পাহাড়ের পর্যটন শিল্প এমনটাই প্রত্যাশা সবার।
এ প্রসঙ্গে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক বলেন, ভ্রমণপিপাসুদের জন্য গোটা বান্দরবান এখন উন্মুক্ত। কোথাও কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা এবং নিরাপত্তাগত সমস্যা নেই, পর্যটকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন পর্যটন স্পটগুলোতে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।