Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে গাড়ি উল্টে নারীর মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

খাগড়াছড়িতে গাড়ি উল্টে নারীর মৃত্যু

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়ি উলটে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙার তবলছড়ি বিরাশিটিলা এ ঘটনা ঘটে।  নিহত পরমিলা ত্রিপুরা মাইসছড়ির গুজা ত্রিপুরার স্ত্রী। 

স্থানীয়রা জানান, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুড়বাড়িতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাহেন্দ্র গাড়ি উলটে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জন আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা পর চালক পালিয়ে গেছে। 

মাটিরাঙা থানার ওসি তৌফিকুর রহমান বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই পরিবারের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম