Logo
Logo
×

সারাদেশ

ভাতিজাকে সাঁতার শেখাতে যান চাচা, প্রাণ গেল দুজনেরই

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:২৯ পিএম

ভাতিজাকে সাঁতার শেখাতে যান চাচা, প্রাণ গেল দুজনেরই

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজাকে পুকুরে সাঁতার শেখাতে গিয়েছিলেন চাচা। কিন্তু সাঁতার শেখানো হয়নি। ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে তাদের দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির উদ্দিন (৫২) ও তার ভাতিজা মোহাম্মদ আনাস আরিয়ান (১৪)।

চাচা নাছির চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মৃতদের স্বজনরা জানান, কুরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসে আরিয়ানের পরিবার।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে চাচা নাছির ভাতিজাকে নিয়ে আনন্দ করতে করতে সাঁতার শেখানোর চেষ্টা করেন। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে পানিতে তলিয়ে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাও পানিতে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ ভেসে ওঠে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম