
পবিত্র ঈদুল আযহায় হবিগঞ্জে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে ঈদ উদযাপন করেছেন।
১৭ বছর পর নির্বিঘ্নে দলটির নেতাকর্মীরা ঈদ উদযাপন করেছেন। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় নিজ গ্রামের ঈদগাহে ঈদ জামাতে অংশ নেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। দুই কেন্দ্রীয় নেতাই টানা ৩ দিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিজেদের বাড়িতে দাওয়াত দিয়ে নেতাকর্মীদের আপ্যায়নও করেছেন। এটি যেন দলটির নেতাকর্মীদের জন্য এক অন্যরকম ঈদ।