হাতে মেহেদি নাকে নাকফুল, ব্রিজের নিচ থেকে উদ্ধার লাশটি কার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় মেলেনি। সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের ফলিয়া ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের হাতে মেহেদি, বাম হাতের অনামিকা আঙুলে আংটি এবং নাকে নাকফুল আছে।
পুলিশ জানায়, সোমবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফলিয়া ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে আশরাফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে ফোন দেন। সেখান থেকে বিষয়টি অবগত হয়ে সিংড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
পরে সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অজ্ঞাত মরদেহের পরনে নেভি ব্লু রঙের কামিজ ও পাশেই কালো রংয়ের বোরকা পড়ে ছিল। হাতে মেহেদি, বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটি এবং নাকে নাকফুল আছে। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা দেওয়া হয়েছে।
সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (পুলিশ পরিদর্শক-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে দেখে ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আশপাশের থানায় বার্তা দেওয়া হয়েছে।