‘টাকার বিনিময়ে আ.লীগের লোকজনকে রক্ষা করা হচ্ছে’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
-684850156d625.jpg)
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি:যুগান্তর
প্রশাসনকে ম্যানেজ করে টাকার বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মঙ্গলবার নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আবু হানিফ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের শাস্তি হওয়ার আগে এ দেশের মানুষ তাদের রাজনীতি করতে দেবে না। নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র কখনই সফল হতে দেবে না।
এদিন বিকালে জেলার কর্শাকড়িয়াইল লও যশোদল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনসমর্থন চান। দলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অনেকেই শেল্টার দিচ্ছে। কিশোরগঞ্জেও তারা ছাত্র জনতার ওপর গুলি চালায়। কিন্তু সেই শয়তানদের নতুন দল ও পুরাতন দলের নেতারা শেল্টার দিচ্ছে। অনেক নেতারা বলছে- অমুক তার আত্মীয়, তমুক তার আত্মীয়। এসব বলে প্রশাসনকে ম্যানেজ করছে। বাস্তবে তারা আওয়ামী লীগের এসব শয়তানদের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে সমঝোতা করে তাদের রক্ষা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে তারা বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ফলে বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তার করে। জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, ভারতের বিরুদ্ধেও ছিল।