চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৫২ পিএম
-684862d91b1fe.jpg)
বাণিজ্য উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বিক্রেতারা।
মঙ্গলবার বিকালে বগুড়া শহরের কলোনি এলাকায় জামিল মাদ্রাসায় কুরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবারের মতো সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। রাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরও বেশি উৎসাহিত হবেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬শ থেকে ৭শ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন চার থেকে পাঁচ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয় হাসিলেও তাদের হক থাকা উচিত। প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে এ বিষয়ে সম্পৃক্ততা রাখবেন বলে জানান তিনি।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা ও জামিল মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে নাটোরে এবং পরবর্তীতে জয়পুরহাটে কুরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা।