Logo
Logo
×

সারাদেশ

গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতীকী ছবি

শরীয়তপুর গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি ও দুপুর ১২টায় পৌর এলাকার ধীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাচঁকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে আলিফ (৬) ও চরসামন্তসার এলাকার মো. রাসেল সরদারের ছেলে আব্দুর রহমান (৫)। ঢাকা থেকে মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ ও চরসামন্তসার থেকে ধীপুর মামার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান।

আব্দুর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে একদিন আগে আব্দুর রহমান তার মামার বাড়ি গোসাইরহাট পৌর এলাকার ধীপুর গ্রামে বেড়াতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলছিল সে। একপর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণ পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে আলিফের পরিবার সূত্রে জানা যায়, আলিফের পরিবার ঢাকায় বসবাস করেন এবং ঈদ উপলক্ষে বাবা মায়ের সঙ্গে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সকালে সাড়ে ৯টার দিকে উঠানে খেলা করছিল সে। এ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক্ষণ পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম  বলেন, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম