-6848be81c466c.jpg)
প্রতীকী ছবি
মাগুরার মহম্মদপুরে অনন্যা বিশ্বাস (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের সুভাষ বিশ্বাসের স্ত্রী অনন্যা বিশ্বাস। মঙ্গলবার দুপুরে নিজ ঘরে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পারিবারিক সূত্রে জানা যায়, অনন্যা বিশ্বাসের ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তার শ্বশুর রসকান্ত (৫৫) বিশ্বাস মাঠ থেকে বাড়িতে এসেও ঘরের দরজা বন্ধ পাই। বিষয়টি সন্দেহজনক মনে হলে তার শ্বশুর দরজার সামনে গিয়ে ডাকতে থাকেন। কোন সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকালে অনন্যাকে ঘরে গলায় ফাঁসরত অবস্থায় ঝুলতে দেখতে পান তিনি।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের বেড়া খুলে ভিতরে প্রবেশ করে। অনন্যাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার মনি মোহন বিশ্বাসের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অনন্যা বিশ্বাস কি কারণে আত্মহত্যা করেছেন সেই কারণ জানা যায়নি।
খবর পেয়ে বাবুখালি পুলিশ ক্যাম্পের এস আই কৃষ্ণপদ মজুমদার সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, অনন্যা বিশ্বাসের ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।