Logo
Logo
×

সারাদেশ

সড়কের পাশে পড়ে ছিল গৃহবধূর লাশ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

সড়কের পাশে পড়ে ছিল গৃহবধূর লাশ

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকার সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহত নারীর নাম বুলবুল আকতার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আব্দুল গফুরের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে একজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা ওই নারীকে মেরে সড়কের পাশে ফেলে গেছে। তার পেটের দুপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রাতে লাশ উদ্ধারের পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালী থেকে কিভাবে তাকে চকরিয়া আনা হয়েছে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম