১১ বছরের শিশুর বিয়ে, ছুটে গেলেন ইউএনও

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:০৩ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১১ বছরের শিশুর বিয়ে হচ্ছে বলে জানতে পেরে ওই শিশুর বাড়িতে ছুটে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি ওই বিয়ে বন্ধ করে পরিবারকে করেন জরিমানা।
বুধবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম ও নাগেরগাতি গ্রামে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।
জানা গেছে, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। এরই মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বাল্য বিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা দেন দুই পরিবারকে। সেই সঙ্গে এক পরিবারকে অর্থদণ্ড করা হয়েছে।
এ সময় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, দুর্গাপুর পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক দুটি গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেছি। মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ওই অভিভাবকদের বিরুদ্ধে কারাবাসসহ যেকোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটলে, দ্রুত প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান তিনি।