Logo
Logo
×

সারাদেশ

পীরগাছায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা, জামিনে এসে আবারও হুমকি

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:০০ পিএম

পীরগাছায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা, জামিনে এসে আবারও হুমকি

ফাইল ছবি

রংপুরের পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে আবারও হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার উদ্দেশ্যে থানায় এজাহার দায়ের করার অভিযোগ উঠেছে। এর আগে গত ২ জুন বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বসতবাড়িতে প্রবেশ করে চুরি, খুন জখমের হুমকির অপরাধে ১৩ জনের নামে পীরগাছা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম ওরফে সোনা মিয়া। 

ঘটনাটি ঘটেছে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, মোংলাকুটি মৌজায় ১৪ শতাংশ জমি মনিরুল ইসলাম ওরফে সোনা মিয়া ক্রয় করেন। পরে ওই জমির উপর বসতবাড়ি নির্মাণ করে মনিরুল ইসলাম বসবাস করে আসছেন। এ অবস্থায় ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করতে থাকেন। ঘটনার দিন গত ৩১ মে সকালে জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে আপস-মীমাংসার লক্ষ্যে সালিশি বৈঠক বসে। সালিশি বৈঠকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তফশিলি জমির উপর উভয়পক্ষের উপস্থাপন করা দলিলপত্র পর্যালোচনা করা অবস্থায় আসামিরা হেরে যাওয়ার শঙ্কায় ক্ষিপ্ত হয়ে উঠে এবং বৈঠকে উপস্থিত লোকজনের সামনে মনিরুল ইসলামদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে একই দিন দুপুরে বর্ণিত আসামিরা সালিশি বৈঠক অমান্য করে পূর্ব থেকে প্রস্তুত করে রাখা ধারালো ছোরা, লাঠি, লোহার রড হাতে নিয়ে একই উদ্দেশ্য দলবদ্ধ হয়ে ওই জমির বসতবাড়ির ভিতরে প্রবেশ করে অপরাপর আসামিদের হুকুম দিয়ে প্রায় ৪-৫টা বসতবাড়ি ভাঙচুর, জমিতে থাকা প্রায় ২০টি সুপারি গাছ, দুটি আমগাছ, একটি কাঠাল গাছ এবং ২০/২৫টি মেহগণি গাছ কেটে ফেলে। এমনকি ঘরের ভিতরে থাকা একটি ওয়ালটন ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন আসামিরা।

এজাহারভুক্ত আসামি জাহিদুল ইসলাম জানান, আমরা তাদের কোনো হুমকি দেইনি। 

সাংবাদিক পরিচয়ে এ বিষয়ে জানতে ফোন দিলে পীরগাছা থানার এসআই শাহ আলম সরকার রাগান্বিত হয়ে বলেন, কে আপনি? কোনো তথ্য লাগলে থানায় এসে নিয়ে যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম