হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুর জেলার হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা রায়চোঁ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ (৩) রায়চোঁ গ্রামের বেপারি বাড়ির আল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানান, আবদুল্লাহ সবার অজান্তে পাশের পুকুরে ডুবে যায়। তাকে চার দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। লাশ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক যুগান্তরকে জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়ায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
