দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত ৬ শতাধিক, ৩ জনের মৃত্যু
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ৬ শতাধিক নারী-পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ওই এলাকায় দিন দিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে গত দেড় মাসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে দাউদকান্দি পৌরসভার দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে পৌর এলাকার দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী (৪৫), নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম (৩১) ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার (২২) মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার দাউদকান্দি পৌর সদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে দুই ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ছয় শতাধিক। এদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, নারী-শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়েছেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন বলেন, আমার ওয়ার্ডে ডেঙ্গু জ্বরের প্রকোপ অস্বাভাবিক হারে বাড়ছে। এখানে ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি নিষ্কাশন ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে।
৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহউদ্দিন সরকার বলেন, আমার ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত দেড় মাসে তিনজন মারা গেছেন। এখনো শতাধিক আক্রান্ত। আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে ২৫৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু জ্বর নিয়ে যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দেড় মাসে পৌর এলাকার ৩ জনের মৃত্যু হয়েছে। পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এডিস মশার বিস্তার রোধে কর্মসূচি নেওয়া হয়েছে।
