Logo
Logo
×

সারাদেশ

চাকরি দেওয়ার নামে প্রতারণা

মঠবাড়িয়ায় ২ কোটি টাকা নিয়ে শিক্ষক উধাও

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১০ পিএম

মঠবাড়িয়ায় ২ কোটি টাকা নিয়ে শিক্ষক উধাও

মঠবাড়িয়ায় রেজি. প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ প্রার্থীর ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা নজরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। 

মঙ্গলবার পৌর শহরের একটি ভবনে আÍসাৎকৃত টাকা ফেরৎ পাওয়া ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনে মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

জানা যায়, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে মঠবাড়িয়া উপজেলায় ‘গুদিঘাটা সরোজিনী’ বড় মাছুয়া খেজুরবাড়িয়া ‘ছোট মাছুয়া’ ‘ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল’ ও নলী সরদারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই ৫টি বিদ্যালয়ের নিজেকে সভাপতি বলে প্রচার চালান।

বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে ৩৫ জনের কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে। গত ৫ আগস্টের পরপরই ওই প্রতারক শিক্ষক পরিবারের সব সদস্যের নিয়ে আÍগোপনে গেলেন প্রতারণার বিষয়টি আমাদের বোধদ্বয় হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ভুক্তভোগী সালমা সুলতানা, সাইদুর রহমান, মো. হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, সাবিনা ইয়াসমিন, মো. বাবু, হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মলি­ক ও অভিভাবক মো. শহিদুল ইসলাম।

অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ৫ আগস্টের পর পলাতক থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম