ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড সেনবাগের তিন গ্রাম, আহত ১৫
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউপিতে ঘূর্ণিঝড়ের আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে ওই ইউপির দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের ২১টি ঘর সম্পূর্ণ, ৩০টি ঘর আংশিকসহ প্রায় ৭৫ শতাংশ কাঁচা ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙে গেছে।
অধিকাংশ ঘরের টিনের চালা ঘূর্ণিঝড়ের আঘাতে উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে দুইটি বিদ্যুতের পিলার ভেঙ্গে গেছে ও তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড়ের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও সাবেক চেয়ারম্যান আমিন উল্ল্যাহ বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল জানান, ৭৫ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের খাবার, পরনের কাপড় ও ঘর মেরামতের জন্য জরুরিভাবে সাহায্যের প্রয়োজন।
