Logo
Logo
×

সারাদেশ

অস্ত্রসহ ইউপিডিএফের ২ সদস্য আটক

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৫২ পিএম

অস্ত্রসহ ইউপিডিএফের ২ সদস্য আটক

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুবেল চাকমা ও বিন্দুময় চাকমা।

জব্দ করা অস্ত্রসহ আটক দুজনকে শুক্রবার সকালে পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার ও শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের ওই দুই সদস্যকে আটক করা হয়েছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান চলমান থাকবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম