Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতা থেকে বিএনপির সভাপতি, অতঃপর!

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৩৮ পিএম

আ.লীগ নেতা থেকে বিএনপির সভাপতি, অতঃপর!

ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ওয়ার্ড কমিটির পদেও ছিলেন তিনি। পট পরিবর্তনের পর তিনি এখন বিএনপি নেতা। ভাগিয়ে নিয়েছেন ওয়ার্ড কমিটির সভাপতির পদও। এ ঘটনাকে ঘিরে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। বিষয়টি জেনে দ্রুতই ওই কমিটি বাতিল করে উপজেলা বিএনপি।

ঘটনাটি কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের। আওয়ামী লীগ থেকে বিএনপি বনে যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল মান্নান মিয়া। তিনি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, উপদেষ্টা আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সভা চলাকালে হঠাৎ করে মান্নান মিয়াকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীদের অনেকেই হতবাক হয়ে পড়েন। কেউ কেউ ফিসফিস করে ক্ষোভ প্রকাশও করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন, ‘আমরা যারা মাঠে থেকে হামলা-মামলা সহ্য করে দলের পাশে থেকেছি, আমাদের মূল্যায়ন না করে এক সময়কার আওয়ামী লীগ নেতাকে বিএনপির দায়িত্ব দেওয়া হলো। এটা আমাদের জন্য লজ্জার। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে অবিচার। যাদের কারণে আমরা অতীতে নিপীড়নের শিকার হয়েছি, তারাই আজ আমাদের সংগঠনের নেতৃত্বে চলে আসছেন। এতে শুধু আত্মসম্মানই ক্ষুণ্ন হচ্ছে না, সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।’

এ বিষয়ে অদুদ মুন্সি বলেন, ‘বড়কান্দা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে আমি প্রধান অতিথি ছিলাম। ওই ইউনিয়ন বিএনপির নেতারা ওয়ার্ড নেতা নির্বাচিত করেছেন। আমি শুধুমাত্র ঘোষণা দিয়েছি। পরবর্তীতে যখন জানতে পাই, আব্দুল মান্নান আওয়ামী লীগ নেতা, তখন আমরা কমিটি বাতিল করে দেই। ইউনিয়ন নেতাদের সতর্ক করে দিয়েছি বিএনপিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম